Wednesday, January 29, 2014

ETC 1-20






Friendship - - - -
Criticism 

mushrik
Pious Muslima ......


QURAN 1-20

১) ইজমার দলীল ......

2) ঈমানের অন্যতম শাখা !!!



HADITH 1-20































Dua-e-Noor-Bangla















পিতা -মাতার অবাধ্য ও অনুগত সন্তান সম্পর্কে
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- পিতা-মাতার অবাধ্যচারীকে বলা হবে, “আমার আনুগত্য প্রদর্শনে তুমি যে আমলই কর না -কেন, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করব না।” আর পিতা-মাতার অনুগত সন্তানকে বলা হবে, “তুমি যা ইচ্ছে তাই কর, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দেব।” (হাদীসে কুদ্‌সীঃ ২৩০)
আবূ নুআঈম এ হাদীসটি হযরত আয়েশা (রা) থেকে সংগ্রহ করেছেন।

বাবা-মা’র জন্য ছোট ছোট ছেলে-মেয়েদের শাফাআ’ত
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- কেয়ামতের দিন ছোট ছোট ছেলে-মেয়েদেরকে বলা হবে, “তোমার বেহেশতে প্রবেশ কর।” তখন তারা বলবে, “হে প্রতিপালক! যে পর্যন্ত আমাদের পিতা-মাতা জান্নাতে না যাবে (সে পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না)। এতএব তারা ফিরে আসবে। তখন মহান ও পরাক্রান্ত আল্লাহ্‌ বলবেন, “একি? আমি দেখছি তোমরা দেরি করছ, সত্বর তোমরা জান্নাতে প্রবেশ কর।” তারা বলবে, “হে প্রতিপালক! আমাদের পিতা-মাতা কোথায়? তখন আল্লাহ্‌ বলবেন, “তোমাদের পিতামাতাকে (সাথে) নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ কর।” (হাদীসে কুদ্‌সীঃ ১২৯)
আহমদ এ হাদীসটি কোন এক সাহাবী (রা) থেকে সংগ্রহ করেছেন।

✦✦ সোমবার দিন ইসলামী ইতিহাসে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ ✦✦
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ණ:রাসূলুল্লাহ (ﷺ) সোমবার দিন জন্মগ্রহণ করেন। ইমাম মুসলিম তাঁর সহীহ মুসলিমের আবু কাতাদা (রঃ) থেকে বর্ণনা করেছেন যে, এক বেদুইন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ!! সোমবার দিনের রোযা সম্পর্কে আপনি কী বলেন ?? জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ- "ঐ দিনেই তো আমার জন্ম এবং ঐ দিনেই আমার প্রতি ওহী অবতীর্ণ হয়। " (আল-বিদায় ওয়ান নিহায়া ২য় খণ্ড ) সুবহানাল্লাহ!!! সুবহানাল্লাহ!!!